চার মাস পার হলেও এখনও সুবিচার অধরা। এবার আর জি কর হাসপাতালে নির্যাতিত মহিলা চিকিৎসক ‘অভয়া’র বাবা-মা সোশ্যাল মিডিয়ায় লড়াইয়ের পথে নেমেছেন। তাঁরা একটি ফেসবুক পেজ খুলেছেন, যার নাম ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আর জি কর ভিক্টিম’। সেখানে তাঁরা লিখেছেন, “আমাদের মেয়ের সুবিচার চাই। সত্য ও ন্যায়বিচারের জন্য লড়াই করছি। চাই যেন আর কোনও পরিবার এভাবে যন্ত্রণা না পায়। সবাই একসঙ্গে লড়াই করলে সুবিচার সম্ভব।”
এই লড়াইয়ের অংশ হিসেবে শুক্রবার (৬ ডিসেম্বর) তাঁরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে স্বাস্থ্যভবনের দিকে মিছিলে হাঁটবেন। এর আগে, জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানিয়েছেন, দুপুর ৩টায় পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে মিছিল শুরু হবে। ডাক্তার, নার্স, এবং বিভিন্ন নাগরিক সংগঠনের পাশাপাশি ‘অভয়া’র বাবা-মাকেও এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
‘অভয়া’র বাবা-মা বলেছেন, “আমাদের লড়াই একার নয়। সবাই একসঙ্গে লড়াই করলে সুবিচার সম্ভব। মিছিলে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। যারা আসতে পারবেন না, তাঁরা নিজেদের এলাকায় প্রতিবাদ করুন।” তাঁদের অভিযোগ, গত ৯ আগস্ট ঘটনাস্থলে যাদের দেখা গিয়েছিল, তারা এখনও অবাধে ঘুরছে। বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে। তাই সুবিচারের দাবিতে তাঁরা প্রতিবাদে নামার সিদ্ধান্ত নিয়েছেন।বিচারের আশায় তাঁরা সমাজের সব স্তরের মানুষকে তাঁদের লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।