ত্বকচর্চার রাত রুটিন
সারাদিন অফিসে পরিশ্রম, রাস্তাঘাটে দৌড়ঝাঁপের পর বাড়ি ফিরে শরীর চায় শুধু একটু আরাম। আপনার ত্বকও তার ব্যতিক্রম নয়। রাতে যখন আপনি বিছানায় শরীরটা এলিয়ে দেন, সেই সময়টা আপনার ত্বকও কাজে লাগায়, সারাদিনের ক্লান্তি কাটিয়ে নিজেকে তরতাজা করে তোলে। ফলে রাতের জন্য আপনার ত্বকের চাই বিশেষ পরিচর্যা। তবে বেশি কিছু দরকার নেই, মাত্র পাঁচটা মিনিট হাতে থাকলেই হবে।
তবে রাতের ঠিকঠাক ত্বক পরিচর্যার জন্য নিজের ত্বকের ধরন সম্পর্কেও ওয়াকিবহাল থাকা দরকার। জেনে নিন কোন ধরনের ত্বকে কেমন যত্ন নেবেন রাতে।
তৈলাক্ত, ব্রণওলা ত্বকের রাত রুটিন
তেলতেলে ত্বকের জন্য বিশেষভাবে তৈরি ফোম বা জেল-বেসড ক্লেনজ়ার দিয়ে প্রথমে দু’বার করে মুখ ধুয়ে ফেলুন। প্রথমে মুখে ক্লেনজ়ার লাগিয়ে হাত দিয়ে গোল গোল করে মাসাজ করুন। দ্বিতীয়বার ফের ক্লেনজ়ার লাগান, এবার কোমল ক্লেনজ়িং ব্রাশ দিয়ে ঘষে নিন। জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নরম তোয়ালে দিয়ে চেপে বাড়তি জলটা মুছে নিন।
দ্বিতীয় ধাপে তুলোয় করে পিউরিফায়িং টোনার নিয়ে মুখ মুছে ফেলুন। এতে তেলময়লা সম্পূর্ণ উঠে গিয়ে ত্বক পরিষ্কার হয়ে যাবে।
শেষ ধাপে সারা মুখে অয়েল ফ্রি ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন। মুখের আর্দ্রতা ধরে রাখতে ময়শ্চার লাগানো অত্যন্ত জরুরি।
শুষ্ক ত্বকের রাত রুটিন
শুকনো, আর্দ্রতাহীন ত্বক পরিষ্কার করতে ক্রিমযুক্ত ভারী ক্লেনজ়ার ব্যবহার করাই সবচেয়ে ভালো। তাতে ত্বক ঘুমের সময় প্রয়োজনীয় আর্দ্রতা পাবে।
মুখ পরিষ্কার করার পর ভিটামিন ই যুক্ত হাইড্রেটিং টোনার দিয়ে মুখ মুছে নিন।
শুষ্ক ত্বকে বলিরেখা দ্রুত পড়ে, তাই অ্যান্টি-এজিং সিরাম লাগানোটা মাস্ট! তাতে ত্বকে নতুন কোষ জন্মাবে।
একদম শেষ ধাপে, সিরাম পুরোপুরি ত্বকে শুষে যাওয়ার আগেই ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন। ত্বক সারা রাত সতেজ আর আর্দ্র থাকবে।