বাঙালির বারো মাসে তেরো পার্বণের সঙ্গে যোগ হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব—আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ৩০তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। পাশে ছিলেন টলিউডের তারকারা, সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা এবং সাংসদ-তারকা দেব। মঞ্চে উপস্থিত ছিলেন মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, শতাব্দী রায়, দেবলীনা কুমার, পাওলি দাম, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ সংবর্ধনা দেন রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, এবং সৃজিত মুখোপাধ্যায়কেও সম্মান জানানো হয়।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনা এবং নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে থিম সং পরিবেশন বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যিশু সেনগুপ্ত ও জুন মালিয়া। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হলো তপন সিনহার বিখ্যাত ছবি গল্প হলেও সত্যি , যা কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ ভাবে নির্বাচিত।
এবারের উৎসবে শ্রদ্ধা জানানো হচ্ছে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, এবং গৌতম হালদারের মতো ব্যক্তিত্বকে। ফোকাস কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে ফ্রান্সকে। তারকা সমাবেশে হালকা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রীও। কখনো দেবের সঙ্গে কথা বলছেন, কখনো গান গাইছেন। ৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব এবারও প্রমাণ করল, সিনেমা শুধু বিনোদন নয়, বরং সংস্কৃতির এক মহাসমারোহ।