‘বিক্রম ম্যাসি’ নামটা এখন বিনোদন জগতের সঙ্গে অঙ্গঙ্গীভাবে জড়িত। হঠাৎ গত সপ্তাহের একটি খবরে চমকে উঠেছিলেন তার ভক্তবৃন্দ। যখন কেরিয়ারের একেবারে শীর্ষে রয়েছেন তিনি, ঠিক তখন তিনি ঘোষণা করেন তাঁর অবসরের কথা। তিনি লেখেন, ‘অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি। এবার সময় দেবেন নিজের সন্তান, নিজের পরিবারকে’। যা দেখে বহু অনুরাগীরই মন খারাপ হয়ে যায়। তবে সেই পোস্টের ২৪ ঘন্টা কাটার আগেই আসল বিষয়টি প্রকাশ্যে এলো।
পরেই তিনি বলেন, তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি মোটেই অভিনয় থেকে বিদায় নেবার কথা বলেন নি। বলেছেন, সাময়িক বিশ্রাম। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিক্রান্ত ম্যাসি জানান, তিনি অবসর নিচ্ছেন এমনটা তিনি তাঁর পোস্টে বলেননি। তিনি নিছকই বিরতি নিচ্ছেন। টানা কাজের পর শুধু মাত্র কিছুদিনের জন্যে তিনি বিশ্রামে যাচ্ছেন। তবে তাঁর মানে একদমই এই নয় যে, তিনি চিরতরে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানাচ্ছেন। তাঁর অনুরাগীরা তাঁর এই বার্তার ভুল ব্যাখ্যা করেছেন। খুশি তার ভক্তবৃন্দ।