আজকাল সকলেই কমবেশি ভোগেন ব্যথা বেদনার যন্ত্রণায়। মাথা ব্যাথা হোক, কিম্বা শরীরের অন্য জায়গায় ব্যথা, সবসময় হাতের নাগালে পাচ্ছেন পেইন কিলার। আর বিশেষজ্ঞের পরামর্শ না নিয়েই তা খেয়ে যাচ্ছেন। জানেন, এতে নিজের কত বড় ক্ষতি ডেকে আনছেন?
বিশেষজ্ঞরা বলছেন, ৩-৪ মাস টানা প্রতিদিন ১ গ্রাম প্যারাসিটামল শরীরের নানা ক্ষতি করতে পারে। হতে পারে চূড়ান্ত গ্যাসট্রিক আলসার এবং লিভারের সমস্যা। নিয়মিত পেইন কিলার অর্থাৎ ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস খেলে শরীরের ঠিক কী কী ক্ষতি হতে পারে জেনে নিন।
প্রতিদিন পেইন কিলার খেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে লিভারে। হতে পারে বড় কোনও লিভারের রোগ। এছাড়াও একনাগাড়ে পেইন কিলার খেলে শরীরের রক্ত পাতলা হয়ে যেতে পারে। অত্যধিক পেইন কিলার খেলে আবার অত্যধিক রক্ত ক্ষরণ হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।
এছাড়াও এটি বাড়িয়ে দেয় হার্টের রোগের ঝুঁকি। গবেষণা বলছে, যারা নিয়মিত পেইন কিলার খায়, তাদের ক্ষেত্রে হার্টের রোগের ঝুঁকি বাড়ে ৩০-৫০ শতাংশ। তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ঘন ঘন পেইন কিলার না খাওয়াই সুস্বাস্থ্যের পক্ষে শ্রেয়।