একটি ছবিতে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ভাগ্যশ্রী। কিন্তু তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। কোথায় গেলেন তিনি, কি হলো তার? এমন নানা প্রশ্ন ভক্তকুলে। তিনি ছিলেন সলমনের নায়িকা৷ ম্যানে পেয়ার কিয়া ছবির জনপ্রিয়তা তাঁকে এক রাতেই সুপারস্টার বানিয়ে দেয়৷ তিনি ভাগশ্রী৷ নামেই লুকিয়ে রয়েছে ভাগ্যের হাতছানি।
ম্যানে পেয়ার কিয়ার সময় লুকিয়ে, পালিয়ে বিয়ে করেন ভাগ্যশ্রী৷ স্বামীর নাম হিমালয়া দাসানি৷ পেশায় ব্যবসায়ী৷ তবে সেই বিয়ে করে পরে কেঁদে ভাসান ভাগ্যশ্রী। তিনি বলেন যে সেই সময় তিনি বাবা-মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন বটে কারণ তিনি মনে করেছিলেন একমাত্র হিমালয়ে তাঁকে বেশি ভালবাসে। হিমালয় তাকে শর্ত দেয়, যে সিনেমায় তাকে নেওয়া হবে, কেবল সেই সিনেমাতেই ভাগ্যশ্রী অভিনয় করতে পারবে। এরপর তিনি বিয়ে করেন এবং একের পর এক ছবির অফার ছাড়তে থাকেন৷ কারণ তিনি প্রযোজকদের বলেন যে তাঁর ছবিতে তাঁর স্বামীকেও রাখতে হবে৷ সেই অনুরোধ কেউ রাখেননি৷ ফলে তাঁর সিনেমাও করা হয়নি৷ এখন তার চোখে জল আর মনে অনুশোচনা।