ডিসেম্বরের শুরু হলেও দক্ষিণবঙ্গে এখনও শীত সেভাবে পড়েনি। তাপমাত্রা কবে নামবে? শীত কবে চেনা রূপে ফিরবে? এমন প্রশ্ন সবার মনে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাল, চলতি সপ্তাহে তাপমাত্রা কমতে পারে এবং উত্তরবঙ্গে হালকা বৃষ্টির
সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। ৯ ডিসেম্বরের পর থেকে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা তখন ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে আসতে পারে। ১২ ডিসেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে শীত আরও জাঁকিয়ে পড়বে। ১৫ ডিসেম্বরের দিকে দার্জিলিং ও কালিম্পঙে তাপমাত্রা ৪-৬ ডিগ্রিতে নামতে পারে। পুরুলিয়া এবং কলকাতার তাপমাত্রাও যথাক্রমে ৬ এবং ১০ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গে শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। তবে এর আগে আবহাওয়া শুষ্ক থাকবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। এ সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা ঠান্ডার স্বাদ পেলেও, প্রকৃত শীত ১৫ ডিসেম্বরের পরই দেখা দেবে।