ভারত

অমৃতসরের পবিত্র স্বর্ণমন্দিরে চলল গুলি,পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে চলল গুলি

অমৃতসরের পবিত্র স্বর্ণমন্দিরে চলল গুলি।শিরোমণি অকালি দলের নেতা ও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে গুলি চালান এক বৃদ্ধ। সূত্রে খবর ওই ব্যক্তির নাম নারায়ণ সিং চৌরা।খলিস্তানি জঙ্গিদের নিয়ে ভারত-কানাডা সংঘাতের মধ্যে স্বর্ণমন্দিরে ঘটনায় অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা।নারায়ণ সিং চৌরা অমৃতসর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরের গুরুদাসপুর জেলার বাসিন্দা।নারায়ণ একজন প্রাক্তন খলিস্তানি জঙ্গি। তাঁর বিরুদ্ধে বহু মামলা রয়েছে। ৬৮ বছর বয়সি নারায়ণের অপরাধ জগতে হাতেখড়ি যুবক বয়সে। ১৯৮৪ সালে পাকিস্তানে যান তিনি। সেখান থেকে পাঞ্জাবে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পাচারের কাজ শুরু করেন।পাঞ্জাব পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় চৌরা। গত শতাব্দীর নয়ের দশকে দেশে ফিরে পঞ্জাবের অমৃতসর, তরন তারন এবং রোপার জেলায় বহু অপারধমূলক কাজে যুক্ত হন।

২০০৪ সালে চাঞ্চল্যকর বুড়াইল জেল ভাঙার ঘটনায় ‘মূল ষড়যন্ত্রকারী’ও এই ব্যক্তি। ৯৪ ফুট সুড়ঙ্গ খুঁড়ে জেল ভেঙে পালায় বাব্বর খালসা-র আন্তর্জাতিক জঙ্গি জগতার সিং হাওয়ারা, পরমজিৎ সিং ভেওরা এবং তাঁদের দুই সহযোগী জগতার সিং তারা ও দেবী সিং। নারায়ণের ষড়যন্ত্রেই যা সফল হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.