বাংলা সিনেমা ও ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। অভিনয়ের পাশাপাশি গান গাওয়াতেও তিনি পারদর্শী। এবার শোনা যাচ্ছে, তিনি হিন্দি সিরিয়ালে অভিনয় করতে চলেছেন। টলিউডে এই খবর নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে।
এর আগেও মুম্বইয়ে কাজ করেছেন অম্বরীশ। অমিতাভ বচ্চনের সঙ্গে দুটি বিজ্ঞাপনে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এর মধ্যে একটি পরিচালনা করেছিলেন সুজিত সরকার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা যমালয়ে জীবন্ত ভানু-তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি বাংলা ধারাবাহিক রোশনাই-তে কাজ করছেন।
হিন্দি সিরিয়ালের অফার কীভাবে এল? জানা গেছে, একটি বিজ্ঞাপনে অভিনয়ের সময় অম্বরীশের কাজ নজর কাড়ে পরিচালকের। সেই পরিচালকই তাঁকে হিন্দি সিরিয়ালে একটি বাঙালির চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। শোনা যাচ্ছে, সিরিয়ালের পাইলট এপিসোডের শুটিংও ইতিমধ্যেই হয়ে গেছে এবং অম্বরীশ তাতে অংশ নিয়েছেন। চলতি মাসেই ধারাবাহিকটির শুটিং শুরু হওয়ার কথা। তবে ধারাবাহিকটির নাম এবং অন্যান্য চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। অম্বরীশও তাঁর সোশাল মিডিয়ায় এ বিষয়ে কিছু জানাননি। কয়েকদিন আগে তিনি মহেন্দ্র সিং ধোনি ও ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন। নতুন প্রজেক্ট নিয়ে তাঁর ভক্তরা এখন অধীর অপেক্ষায়।