জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী এবার জায়গা করে নিলেন অস্কারের মঞ্চে। তাঁর গাওয়া বাংলা গান ‘ইতি মা’ সারা বিশ্বের সেরা ৮৯টি গানের মধ্যে নির্বাচিত হয়েছে। গানটি ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ সিনেমার জন্য গাওয়া। গানের কথা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য, আর সুর করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়।
ইমন সংবাদমাধ্যমকে জানান, এই খবরটি তিনি পান ‘সারেগামাপা’-র শুটিংয়ে যাওয়ার পথে। খবরটি শুনে তিনি আবেগে ভেসে যান। তিনি বলেন, “আমি খুবই খুশি। আমার এই সাফল্য বাবা-মায়ের আশীর্বাদ, স্বামীর ভালোবাসা এবং জগন্নাথের কৃপা ছাড়া সম্ভব ছিল না। আমার শ্রোতাদের ভালোবাসাই আমাকে এই জায়গায় এনেছে। আমি এই গানটা বাংলার শ্রোতাদের উৎসর্গ করতে চাই।”
২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। তার আগে চলছে বাছাই পর্ব, যেখানে ‘ইতি মা’ জায়গা পেয়েছে। এটি প্রথমবার কোনও বাংলা গানের অস্কারে মনোনয়ন। ইমন চক্রবর্তী ইতিমধ্যেই আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, এবং লোকগানে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। ২০১৭ সালে জাতীয় পুরস্কার জেতার পর এবার তাঁর কণ্ঠ পৌঁছালো বিশ্বমঞ্চে। ইমন বলেন, “খবরটি শুনে নিজেরই বিশ্বাস হচ্ছে না। এটি এক অভূতপূর্ব অনুভূতি।”