ডিসেম্বরের শুরু হলেও শীতের আমেজ এখনও সেভাবে টের পাওয়া যাচ্ছে না। শীত কবে জাঁকিয়ে বসবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। বরং, তাঁদের মতে আগামী দু’দিন বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে, সপ্তাহান্তে তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের সাতটি জেলায় আগামী ১২ ঘণ্টায় সামান্য বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, এবং হুগলির কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে এই অঞ্চলে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এলাকায় ৫ ও ৬ ডিসেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, এবং উত্তর ২৪ পরগনায় ভোরে কুয়াশা দেখা যাবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের আসামের উপরে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে, যা তাপমাত্রা বাড়াচ্ছে। যদিও উত্তর-পশ্চিম দিকের ঠাণ্ডা হাওয়া এখনও প্রবেশ করেনি। ফলে, শীত পুরোপুরি জাঁকিয়ে বসতে আরও কিছুদিন সময় লাগবে। ১৫ ডিসেম্বরের আগে তেমন শীতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।