বিশ্বের প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র ‘আয়ুর্বেদ শাস্ত্র’। সেই যুগ থেকেই ‘হলুদ’ একটি আদর্শ মহৌষধ। হলুদে অ্যান্টিসেপটিক উপাদান আছে। গরমকালে ট্যান দূর করতেও হলুদ বিশেষ ভাবে কার্যকর। তবে ত্বকের যত্নে কীভাবে হলুদের ব্যবহার করতে হবে অনেকেরই তা নিয়ে স্পষ্ট ধারণা নেই। আজ দেখে নেব রূপচর্চায় কিভাবে হলুদ ব্যবহার করা যেতে পারে। ব্রণ-র চিকিৎসায়: যাদের মুখে প্রচুর ব্রণ হয় তাদের জন্য হলুদ (Turmeric) ভীষণভাবে কার্যকরী কারণ হলুদের (Turmeric) অ্যান্টিসেপটিক উপাদান ব্রণ-র ওপর ভীষণ ভাবে কাজ করে। হলুদ বাটা, আঙ্গুরের রস ও গোলাপজল ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা সরাসরি ব্রণ-র ওপর লাগান। কিছুক্ষণ থাকার পর জল দিয়ে ভালো করে সেটাকে ধুয়ে ফেলুন। কিছুদিন করার পর দেখবেন ধীরে ধীরে ইনফেকশন কমে গিয়ে স্কিনে ব্রণ-র প্রবণতা কমে যাবে। কাঁচা হলুদ বেটে রস করে নিন হলুদের রসের সঙ্গে মুলতানি মাটি ও নিমপাতার রস এক সঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেস প্যাকের মতন মুখে লাগান।প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে করে নিন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণ-র প্রকোপ কমবে। কাঁচা হলুদবাটা, বেসন, চালের গুঁড়ো এবং টক দই ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। তারপর সেটাকে মুখে এবং গলায় ভালোভাবে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন।এই প্যাকটি সপ্তাহে তিনদিন লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে।
Read Next
অফবিট
January 7, 2025
হবু মায়ের ত্বকের যত্নে কোন প্রোডাক্টগুলো এড়িয়ে চলা উচিত?
January 8, 2025
হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
January 8, 2025
ভিট কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস দিয়ে পার্লারের মতো রেজাল্ট পান ঘরে বসেই!
January 8, 2025
অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্টস | তারুণ্যদীপ্ত ত্বক পেতে কার্যকরী হোম রেমেডি
January 7, 2025
সানস্ক্রিনের ব্যবহার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও টুকটাক জিজ্ঞাসা
January 7, 2025
ক্লেনজারের রকমভেদ | আপনার স্কিনের জন্য পারফেক্ট ক্লেনজার কোনটি?
January 7, 2025
হবু মায়ের ত্বকের যত্নে কোন প্রোডাক্টগুলো এড়িয়ে চলা উচিত?
Related Articles
Check Also
Close
-
চিকেন মস্তানি রেসিপিNovember 13, 2024