আমাদের মতো গ্রীষ্ম প্রধান দেশে হাতে ও মুখে সূর্য রশ্মি সরাসরি পড়ার ফলে শরীরের ওই অংশ কালো হয়ে যায়। ওই ট্যান ক্লিয়ার করার একাধিক রাসায়নিক থাকলেও কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে সুন্দর ট্যান ক্লিয়ার করা যায়। যেমন – ১) লেবুর রস ও মধু- লেবুর রস একটি ব্লিচিং এজেন্ট, যা সূর্যের ট্যান দূর করতে সাহায্য করে। অন্যদিকে, মধু প্রাকৃতিক বডি লোশন হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস হওয়ায় এটি আপনার ত্বককে UV রশ্মির কারণে হওয়া যেকোনও ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারে। ট্যানিং দূর করতে একটি লেবুর রসে এক চা চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার হাতে ঘষুন এবং প্রায় ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম জল এবং হালকা ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন। ২) টমেটো ও দই – অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটোর রস ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ট্যানিং দূর করে। যদিও দই ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ, একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং এক্সফোলিয়েটর, যা ত্বকে পুষ্টি জোগায় এবং নরম করে তোলে। ট্যানিং দূর করতে কাঁচা টমেটোর পেস্টে ১-২ চা চামচ তাজা দই মিশিয়ে নিন। এখন এই পেস্টটি আপনার হাতে ২০ মিনিটের জন্য রাখুন এবং তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এক থেকে দুই দিন এটা ব্যবহার করলেই ট্যান দূর হয়ে যাবে। ৩) আলুর রস – আলু আপনার ডার্ক সার্কেলগুলিতে বিস্ময়কর কাজ করে। এর পাশাপাশি এটি আপনার ত্বকের ট্যান তোলার জন্যও একটি দুর্দান্ত ঘরোয়া প্রতিকার। এটি প্রয়োগ করতে, কিছু আলু গ্রেট করে এর রস বের করুন। এই রস আপনার হাতে লাগান এবং কয়েক মিনিটের জন্য শুকাতে দিন। এবার হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন এবং ময়েশ্চারাইজার লাগান। এগুলো নিয়মিত করতে পারলে আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে।
Read Next
অফবিট
January 7, 2025
হবু মায়ের ত্বকের যত্নে কোন প্রোডাক্টগুলো এড়িয়ে চলা উচিত?
অফবিট
January 7, 2025
টিনেজে স্কিন প্রবলেমের সল্যুশনে ৯টি সিম্পল ও ইজি স্টেপস
অফবিট
January 7, 2025
(no title)
অফবিট
January 7, 2025
আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) এর অ্যামেজিং স্কিন বেনিফিটস!
January 7, 2025
হবু মায়ের ত্বকের যত্নে কোন প্রোডাক্টগুলো এড়িয়ে চলা উচিত?
January 7, 2025
টিনেজে স্কিন প্রবলেমের সল্যুশনে ৯টি সিম্পল ও ইজি স্টেপস
January 7, 2025
(no title)
January 7, 2025
রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!
January 7, 2025
স্কিনকেয়ার রুটিনে ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইনক্লুড করার বেনিফিটস!
January 7, 2025
আলফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) এর অ্যামেজিং স্কিন বেনিফিটস!
Related Articles
Check Also
Close