অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ফিরহাদ হাকিমের পারিবারিক বন্ধু। কোনো কাজে তিনি কলকাতায় আসলে একবার মেয়েরের সঙ্গে দেখা করে যান। শনিবার কলকাতার মেয়রের বাড়ি এসেছিলেন বলিউড অভিনেতা। সপরিবার ফিরহাদ হাকিমের সঙ্গে ব্রেকফাস্ট সারলেন পঙ্কজ ত্রিপাঠী। সূত্রের খবর, কলকাতায় একটি কাজে এসেছিলেন পঙ্কজ। তাই কাজের ফাঁকে চেনা মানুষজনের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিলেন অভিনেতা। হাসিমুখে লেন্সবন্দিও হলেন তাঁদের সঙ্গে। পরিবারের সবার সঙ্গে ছবি তুললেন। গল্প-আড্ডা জমে গিয়েছিলো ভালো। জানা যায়, অনেক পুরোনো দিনের স্মৃতিচারণ করেন তাঁরা।
কথা প্রসঙ্গে পঙ্কজ জানান, কলকাতার সঙ্গে পঙ্কজের সম্পর্ক বহু দিনের। তাঁর স্ত্রী মৃদুলা ত্রিপাঠীর সঙ্গে এই শহরের প্রাণের টান। কলকাতার সংস্কৃতি থেকে খাবারদাবার, সব কিছুই অভিনেতার ভীষণ প্রিয়। কাজের সূত্রেও একাধিক বার একাধিক কলকাতায় ছুটে এসেছেন তিনি। শেষ পঙ্কজকে দেখা গিয়েছে ‘স্ত্রী ২’ ছবিতে। অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনও’-তেও দেখা যাবে তাঁকে। আপাতত সেই প্রস্তুতিতেই ব্যস্ত অভিনেতা। ফিরহাদ বলেন, বহুদিনের পুরোনো সম্পর্ক। অনেক কথা হলো, আড্ডা হলো, বেশ ভালো লাগছে।