বহুদিন ধরেই এই কাহিনী নিয়ে সিনেমা করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত করা হয় নি। এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। এবারে সুযোগ বন্দ্যোপাধ্যায়-এর কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে শ্যুটিং শুরু হবে কয়েকদিনের মধ্যে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। ছবির আরও প্রধান চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া সরকার, দেবাশীষ মণ্ডল,দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরী ও অন্যান্যরা। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছু নিয়ে এই ছবি।ছবি যে দর্শক মনে সারা ফেলবে তা নিয়ে সন্দেহ নেই।
ইতিমধ্যে এই শুটিং নিয়ে বেশ উৎফুল্ল অভিনেতা-অভিনেত্রীরা। সকলেরই বিশ্বাস এখন থেকে দর্শক অনেক উপাদান পাবেন।
পরিচালক ধীমান বর্মন জানান “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম” নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকে ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করবো।” বাংলা ছবিতে কমেডি প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই এই কমেডি যথেষ্ট উপভোগ্য হবে বলেই মনে করা হচ্ছে।