বিনোদন

না, কোনও মন্নত কিংবা গ্যালাক্সির সামনে নয়, জনতাদের এই ভিড় খাস কলকাতায়

না, কোনও মন্নত কিংবা গ্যালাক্সির সামনে নয়, জনতাদের এই ভিড় খাস কলকাতায়। থাকা ছবিতে থাকা মানুষটিও অপরিচিত নন। শনিবার, ৪৬তম জন্মদিন তাঁর। জিতেন্দ্র মদনানি, সকলের প্রিয় সুপারস্টার জিৎ। বাড়ির সামনে অগুন্তি ভক্তদের ঢল এবং বাড়ির বারান্দা থেকে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছেন জিত। পরনে সাদা-কালো শার্ট, কালো ট্রাউজার। অস্বীকার করার উপায় নেই এই দৃশ্য এমন একেবারেই যেন মিলে যাচ্ছে শাহরুখ খান কিংবা সলমন খানের জন্মদিনের উদযাপনের মতোই। যা দেখে এটা তো স্পষ্টই যে বক্স অফিসে ছবি যেমনই ব্যবসা করুক ভক্তদের কাছে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি কোনওদিনও। ∞

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.