কোনও সূত্র বলছে ২০ মিনিট। আবার কোনও সূত্র বলছে, বড়জোর ১৫ মিনিট। তারমধ্যেই ভেস্তে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির আইসিসির বৈঠক। ফলে, কোনও রফা সূত্রই বেরোল না। শুক্রবার সমস্ত দেশের প্রতিনিধিরাই ভার্চুয়ালি বৈঠকে হাজির ছিলেন। শনিবার ফের বৈঠকে বসতে পারেন আইসিসি কর্তারা। ফলে, ঝুলে থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। সূত্রের খবর, আইসিসির পক্ষ থেকে পিসিবি চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়েছে, হাইব্রিড মডলেই একমাত্র পথ। না হলে এই প্রতিযোগিতা হবে অন্য দেশে। অন্যদিকে নাকি হাইব্রিড মডেল হলে শর্ত দিয়েছে পিসিবি। তারাও জানিয়ে দিয়েছে, ২০৩১ পর্যন্ত আইসিসির যেসব প্রতিযোগিতা ভারতে আয়োজিত হবে তার সবকটায় পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে।’ আর ভারতও পাকিস্তানে গিয়ে খেলবে না তাও জানিয়ে দিয়েছে বিসিসিআই। তবে জট ছাড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছেন সদস্যরা। সবাই হাইব্রিড মডেলের পক্ষেই সম্মতি জানিয়েছে। পরের বৈঠকে সমাধান সূত্র পাওয়া যায় কিনা, এখন তারই অপেক্ষা।
Read Next
খেলা
February 5, 2025
বাংলায় নবজাগরণ হয়েছে’ – BGBS মঞ্চ থেকে মুকেশ আম্বানি
খেলা
February 5, 2025
কে বলল! রোনাল্ডোকে দেখলে এসবই মনে হবে কথার কথা
খেলা
February 5, 2025
দুটি অঙ্ক এখন বাগান ভক্তদের
February 7, 2025
৩৬ বছর বয়সী মার্সেলো জানিয়ে দিলেন, ‘খেলোয়াড় হিসেবে আমার গল্পটা এখানেই শেষ হচ্ছে’
February 5, 2025
বাংলায় নবজাগরণ হয়েছে’ – BGBS মঞ্চ থেকে মুকেশ আম্বানি
February 5, 2025
কে বলল! রোনাল্ডোকে দেখলে এসবই মনে হবে কথার কথা
February 5, 2025
আশঙ্কাই কি তবে সত্যি? ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে নাম রইল না জসপ্রীত বুমরাহর
February 5, 2025
দুটি অঙ্ক এখন বাগান ভক্তদের
February 5, 2025
আচমকাই সূর্যকুমার যাদব, শিবম দুবের খেলা দেখার সুযোগ পেতে চলেছে বাংলার ক্রিকেটপ্রেমীরা
Related Articles
![](https://theeasternchronicle.com/wp-content/uploads/2024/11/FB_IMG_1732372534118-390x220.jpg)
#বিজিটি প্রথম দিন নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় দিন ১ উইকেট। তাতেই পারথে টিম ইন্ডিয়ার অধিনায়ক বুমরাহ পূরণ করেন পাঁচ উইকেট। বুমরাহ হলেন মাত্র পঞ্চম ভারতীয় অধিনায়ক, যিনি টেস্টে পাঁচ উইকেট নিলেন। তাতে সেনা দেশগুলি অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ৭ বার ইনিংসে ৫ উইকেট পেলেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র কপিল দেবের এই রেকর্ড রয়েছে। ফলে, কপিলদেবের সঙ্গে একাসনে বসলেন বুমরাহ। কপিলদেব এই রেকর্ড করেন ৬২ ইনিংসে। সেখানে ১১ ইনিংস কম খেলেই এই কৃতিত্ব অর্জন করেন বুমরাহ। এখনও পর্যন্ত যে দেশগুলিতে টেস্ট খেলেছেন বুমরাহ, নিউজিল্যান্ড ছাড়া সব দেশেই একাধিকবার পাঁচ উইকেট নেওয়া হয়ে গেল তাঁর। তিনি অস্ট্রেলিয়ায় এই স্বাদ পেলেন দ্বিতীয়বার। ২০১৮ সালের সফরে মেলবোর্নে নিয়েছিলেন ৩৩ রানে ৬ উইকেট। #Test #TeamIndia #Sports #Cricket #aadition
November 23, 2024
Check Also
Close
-
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রুদ্ধাশ্বাস লড়াইNovember 16, 2024