অফবিট

বেদানা বাসুন্দি – চটজলদি রেসিপি

উপকরণ

৪০ মিনিট লাগবে

৩ জনের জন্য পরিবেশিত

১ লিটার ঘন সরওলা দুধ

৩ বড় চামচ থেঁতো করা আমন্ড

৩ বড় চামচ থেঁতো করা আখরোট

২ বড় চামচ থেঁতো করা কাজুবাদাম

৪ বড় চামচ বেদানা

আধা চা চামচ এলাচ গুঁড়ো

আধা চা চামচ দারুচিনি গুঁড়ো

২ টি তেজপাতা

৪-৫ বড় চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

1

দুধ গরম হলে তেজপাতা, এলাচ গুঁড়ো এবং দারুচিনি গুঁড়ো দিয়ে দিন। দুধ ফুটে অর্ধেক হয়ে গেলে ঢিমে আঁচে সমানে নাড়তে থাকুন।

 

2

দুধ কমে গেলে তেজপাতা বের করে নিন।

 

3

এবার থেঁতো করা বা কুড়ে নেওয়া আমন্ড, আখরোট ও কাজু বাদাম মিশিয়ে আরও ৫-১০ মিনিট ফোটান

4

এবার চিনি মিশিয়ে আরও ৫ মিনিট ফোটান।

 

5

বেদানা মিশিয়ে আরও ৫ মিনিট ফোটান।

 

6

আঁচ থেকে নামিয়ে ঘরের তাপমাত্রায় রেখে জমতে দিন।

 

7

১-২ ঘন্টা রেফ্রিজারেটর এ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.