অফবিট

নারকেল- নলেন গুড়ের আইসক্রিম

উপকরণ

৪৫ মিনিট

২ জন

১ লিটার দুধ

স্বাদমতো নলেন গুড়

৫ চা চামচ নারকেল কোরা

১ চা চামচ শুকনো ভুট্টার দানার পাউডার

পরিমাণ মত সামান্য জল

প্রয়োজন অনুযায়ী সাজানোর জন্য নারকেল কুচি আর নলেন গুড়ের সিরাপ

রান্নার নির্দেশ সমূহ

1

প্রথমে সামান্য জল গরম করে নলেন গুড়মিশিয়ে সিরাপ বানিয়ে নিতে হবে

2

নারকেল কুরিয়ে একটু পেস্ট করে নিতে হবে

3

একটা পাএে দুধ জাল দিয়ে কমিয়ে আধা হলে, নারকেল পেস্ট মেশাতে হবে । ঢিমে আঁচে সব সময় নাড়িয়ে যেতে হবে

 

4

এবার নলেন গুড়ের সিরাপের সাথে শুকনো ভুট্টার দানার পাউডার মিশিয়ে, ঘন দুধের সাথে মেশাতে হবে।

 

5

এই পাউডার মেশালে দুধ গুড় মেশানোর পর কেটে যাওয়ার ভয় থাকবে না, আর মিশ্রনটা ক্রিমি হবে।

 

6

এবার মিশ্রণটা একটাপাএে ঢালতে হবে, আর ফ্রিজে রেখে জমাতে হবে।

 

7

পরিবেশন করার সময় উপর থেকে নারকেলের সিরাপ ঢেলে, নারকেলের স্লাইস দিলেই এক নিমেষেই শেয ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.