খেলা

ম্যাচের শেষে ভারত উচ্ছ্বাসে মাতল ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে!

 

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে ভারত প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট। ম্যাচের শেষে সেই ভারতই উচ্ছ্বাসে মাতল ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে! বুমরাহর নেতৃত্বে পারথ টেস্টে এল ঐতিহাসিক জয়। সেই সঙ্গে পাঁচ টেস্টের বর্ডার–গাভাসকর ট্রফিতে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতের সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের কীর্তি এটাই। এর আগে ১৯৭৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ২২২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয় ১০৪ রানে। এরপর ভারত যশস্বী-বিরাটের জোড়া সেঞ্চুরিতে তুলে ফেলে ৬ উইকেট হারিয়ে ৪৮৭ রান। ৫৩৪ রানের লক্ষ্যে নেমে তৃতীয় দিনেই অস্ট্রেলিয়া ১২ রানে হারিয়েছিল ৩ উইকেট। অলৌকিক কিছু হওয়া ছাড়া ম্যাচ বাঁচানোর উপায় ছিল না। এমন কোনও ঘটনাও অবশ্য ঘটেনি চতুর্থ দিনে। অস্ট্রেলিয়াকে দুমড়েমুচড়ে জয় তুলে আনতে আর বেশি সময় লাগাননি বুমরাহরা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে স্বস্তির জয় এনে দেন বুমরাহই। দু’ ইনিংসে ৮ উইকেট তুলে নিয়ে তিনিই হন ম্যাচের সেরা। চতুর্থ ইনিংসে বুমরাহ ৩ উইকেট ছাড়াও বাকি উইকেট তুলে নেন সিরাজ (৩), সুন্দর (২), নীতিশ (১), হর্ষিত (১)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.