ছক্কার ইতিহাস। নতুন রেকর্ড। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট জমানায় যশস্বী জয়সওয়াল তৈরি করলেন সেই ইতিহাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ছক্কা এখন তাঁর। পারথে এখনও পর্যন্ত দুটি ছক্কা মেরেছেন জয়সওয়াল। তাতেই টপকে গেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। ম্যাককালাম ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরে গড়েছিলেন রেকর্ড। ১০ বছর পর ৩৪ ছক্কার মালিক হয়ে কৃতিত্বটা নিজের করে নিলেন জয়সওয়াল। ম্যাককালাম ৩৩টি ছক্কা মেরেছিলেন মাত্র ৯ টেস্ট খেলে। জয়সওয়াল ৩৪ ছক্কা মেরেছেন ১২ টেস্টে। তৃতীয় সর্বোচ্চ ছয় মারা ব্যাটার ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (২০২২ সালে ২৬টি), চতুর্থ স্থানে অ্যাডাম গিলক্রিস্ট (২০০৫ সালে ২২টি), পঞ্চম স্থানে বীরেন্দ্র সেহওয়াগ (২০০৮ সালে ২২টি)।