টানা দানবীয় ব্যাটিং তিলক বার্মার! তাছাড়া আর কী বলা যায়! ∞সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে পরপর দুটো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক। থামলেন না সেখানে। ঘরোয়া ক্রিকেটে ফিরেই আবার ব্যাট হাতে বিস্ফোরণ! টি২০ বিশ্বরেকর্ড গড়ে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। স্বীকৃত টি২০ ক্রিকেটে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি। রাজকোটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই হায়দরাবাদের অধিনায়ক হয়ে তিলক মেঘালয়ের বিরুদ্ধে খেলেছেন ৬৭ বলে ১৫১ রানের ঝোড়ো ম্যারাথন ইনিংস। ৬৭ বলের ইনিংসে তিলক ১৪টি চার ও ১০টি ছক্কার হাঁকান। তাতে অবশ্য আরও একটা রেকর্ডও গড়েন তিলক। তিনি প্রথম কোনো ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে খেলেছেন ১৫০-এর বেশি রানের ইনিংস।
Read Next
খেলা
January 24, 2025
মহাতারকারা যখন ব্যর্থ, তখন আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকালেন
খেলা
January 24, 2025
জাড্ডুর জাদু! তাতেই দু’দিনে খেলখতম পন্থের দিল্লির
January 25, 2025
রঞ্জিতে যখন একের পর এক জাতীয় দলের তারকারা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন, তখনও পর্যন্ত অজ্ঞাতবাসই করছিলেন বিরাট কোহলি
January 24, 2025
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারলেও, আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ভারতীয়দের দাপট অব্যাহত
January 24, 2025
টি২০ ক্রিকেটের দাপটে ওয়ান ডে আইসিসি বর্ষসেরা একাদশে কেউই সুযোগ পেলেন না ভারতীয় দলের
January 24, 2025
মহাতারকারা যখন ব্যর্থ, তখন আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকালেন
January 24, 2025
জাড্ডুর জাদু! তাতেই দু’দিনে খেলখতম পন্থের দিল্লির
January 24, 2025
৪৩ বছরেই ম্যাজিক দেখাতে প্রস্তুত হচ্ছেন মাহি। ফিটনেস দেখে কে আন্দাজ করবে তাঁর বয়স!
#বিজিটি প্রথম দিন নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় দিন ১ উইকেট। তাতেই পারথে টিম ইন্ডিয়ার অধিনায়ক বুমরাহ পূরণ করেন পাঁচ উইকেট। বুমরাহ হলেন মাত্র পঞ্চম ভারতীয় অধিনায়ক, যিনি টেস্টে পাঁচ উইকেট নিলেন। তাতে সেনা দেশগুলি অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ৭ বার ইনিংসে ৫ উইকেট পেলেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র কপিল দেবের এই রেকর্ড রয়েছে। ফলে, কপিলদেবের সঙ্গে একাসনে বসলেন বুমরাহ। কপিলদেব এই রেকর্ড করেন ৬২ ইনিংসে। সেখানে ১১ ইনিংস কম খেলেই এই কৃতিত্ব অর্জন করেন বুমরাহ। এখনও পর্যন্ত যে দেশগুলিতে টেস্ট খেলেছেন বুমরাহ, নিউজিল্যান্ড ছাড়া সব দেশেই একাধিকবার পাঁচ উইকেট নেওয়া হয়ে গেল তাঁর। তিনি অস্ট্রেলিয়ায় এই স্বাদ পেলেন দ্বিতীয়বার। ২০১৮ সালের সফরে মেলবোর্নে নিয়েছিলেন ৩৩ রানে ৬ উইকেট। #Test #TeamIndia #Sports #Cricket #aadition
Related Articles
Check Also
Close
-
মেলবোর্নেই পুষ্পারাজDecember 28, 2024