খেলা

ক্যাঙারুদের লেজ গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন ভারত উদযাপন করল ‘জয়সওয়াল-রাহুল’ দিবস

 

ক্যাঙারুদের লেজ গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন ভারত উদযাপন করল ‘জয়সওয়াল-রাহুল’ দিবস। তাকিয়ে দেখা ছাড়া উপায় খুঁজে পেলেন না স্টার্ক-হ্যাজেলউড-কামিন্সরা। অনবদ্য অপরাজেয় জুটি। দ্বিতীয় দিনেই ভারতকে সরাসরি জয়ের রাস্তায় এককদম এগিয়ে নিয়ে গেলেন তাঁরাই। দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ২১৮ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত বিনা উইকেটে ১৭২। যেখানে যশস্বী জয়সওয়াল দাঁড়িয়ে সেঞ্চুরির দোরগোড়ায়। ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৯০ রানে। অন্যদিকে কেএল রাহুল অপরাজিত ৬২ রানে। পারথে টেস্টের প্রথম দিনে উইকেট পড়েছিল ১৭টি। রান উঠেছিল ২১৭। দ্বিতীয় দিনে উইকেট পড়ল মাত্র ৩টি। রান এসেছে ২০৯। ৪৬ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল এদিন ভারত। প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল ১০৪ রানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.