খেলা

বীরুর ছেলে যেন খেলার মাঠে বীরুরই ছায়া,ধুন্ধুমার ব্যাটিং!

মাত্র ২৩ রানের আফশোস! মিস হয়ে গেল ফেরারি! কথায় আছে বাপ কা বেটা! বীরুর ছেলে যেন খেলার মাঠে বীরুরই ছায়া। ধুন্ধুমার ব্যাটিং!২৯৭ রানের দারুণ এক ইনিংস। তবু ফেরারিটা মিসই হয়ে গেল আর্যবীর সেহওয়াগের। ১৭ বছর বয়সী ছেলে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছে কোচবিহার ট্রফিতে। তাতেই এই ঝকঝকে ইনিংস। ৩০৯ বলে ২৯৭ রানের এই ইনিংসে ছক্কা ছিল ৩টি, চার ৫১টি। স্ট্রাইক রেট ৯৬.১২। ট্রিপল সেঞ্চুরি না পাওয়ার জন্য নয়, আর্যবীরের আফশোসটা মনে করিয়ে দিলেন বীরেন্দ্র সেহওয়াগই। বীরু একসময় বলেন, ‘স্কুলের ক্রিকেটেও যদি ৩১৯ রান পেরোতে পারো, তাহলে ফেরারি উপহার দেব।’ আসলে, সেহওয়াগের সর্বোচ্চ রান ছিল ৩১৯। সমাজ মাধ্যমে প্রাক্তন এই ভারতীয় ব্যাটার লিখেছেন, ‘খুব ভালো খেলেছ আর্যবীর। মাত্র ২৩ রানের জন্য ফেরারি হারিয়েছ। কিন্তু খুব ভালো। নিজের ভেতরের এই আগুনটা বাঁচিয়ে রাখো। আশা করব বাবার মতো সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি ও ত্রিপল সেঞ্চুরি করবে। খেলতে থাকো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.