প্রেম এবং বিয়ে নিয়ে বহু কটাক্ষের শিকার হয়েছিলেন একসময়। তবে তাঁর রেশ কোনও ভাবেই সম্পর্কে পড়তে দেননি পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। গানের মাধ্যমেও তাই বুঝিয়ে দিলেন। নিজেদের ভাল থাকার কারণ নিজেরাই। সেখানে তৃতীয় ব্যক্তির বক্তব্য কোনোভাবেই জায়গা করে নিতে পারে না। এতদিন জুটির গান শোনা গিয়েছে তাঁদের সমাজমাধ্যমে। এই প্রথম লাইভে একসঙ্গে গাইলেন পরম-পিয়া। গানের মধ্যে ছিল বহু না বলা কথার ইঙ্গিত। ‘কত কী যে সয়ে যেতে হয় ভালবাসা হলে।’ সত্যি প্রেমে পড়লে কত কিছুই না সইতে হয়। জুটি আরও বললেন। শুধু কলেজে প্রেম করলেই যে আওয়াজ শুনতে হয়ে সেটা নয়। পিয়া সাক্ষাৎকারে জানান ‘নিজেদের জীবনে দেখলাম বড় বয়সের প্রেমেও আওয়াজ শুনতে হয়।’ তবে পরমব্রতর মতে বিয়ে টিকিয়ে রাখার চাবিকাঠি ‘অন্যকে হস্তক্ষেপ না করতে দেওয়া।’
এরই মাঝে মঞ্চে তাঁদের ছোট বেলার বহু গল্পের মাঝে কোথাও দর্শকও যেন ফিরে দেখছিল তাঁদের ফেলে আসা দিনগুলি। শেষে আবারও দর্শকের নজর কেড়েছিল জুটির গান ‘দাবি দাবা চাহিদায় তোমাকে চাই।’ শুধু নিজেদের স্টেজ পারফরম্যান্সই নয়। আডিশনের নেওয়া সাক্ষাৎকারে দুজনে মিলে গলা মেলালেন ‘কিছু মনে কর না’ এই গানে। নিজেদের গানের মাধ্যমে শুধু ভালোবাসাই নয়। প্রেম গড়ে উঠতে যেই বিশ্বাস ভরসার প্রয়োজন পরে সবটাই যেন জ্বলজ্বল করছিল ২১ নভেম্বরের সন্ধ্যায়। পাশাপাশি এই পারফরম্যান্সের হাত ধরে না বলা বহু প্রশ্নের উত্তর দিয়ে গেলেন তাঁদের ঠিক এক বছরের বিবাহ বার্ষিকীর আগে।