খেলা

অস্ট্রেলিয়ায় একই ইনিংসে দুই ভারতীয় ওপেনারের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের দেখা মিলল ৩৮ বছর পর

অস্ট্রেলিয়ায় একই ইনিংসে দুই ভারতীয় ওপেনারের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের দেখা মিলল ৩৮ বছর পর। শেষ ১৯৮৬ সালে এক টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাসকর (১৭২) ও কৃষ্ণামাচারি শ্রীকান্ত (১১৬)। জয়সওয়াল-রাহুল জুটিতে আর মাত্র ২০ রান দরকার। তাহলেই, ১৯৮৫/৮৬ সালে সিডনিতে ওপেনিংয়ে সুনীল গাভাসকর ও কৃষ্ণমাচারি শ্রীকান্তের জুটিতে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ ১৯১ রান টপকে নতুন নজির গড়বেন তাঁরা। তবে পারথের অপটাস স্টেডিয়ামে এটাই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের জুটি। ২০১৮ সালে বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে জুটি সর্বোচ্চ ৯১ রান ভারতের হয়ে তুলেছিল। এমনকি বর্ডার গাভাসকর ট্রফির নামকরণের পর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের এটাই ওপেনিংয়ে সর্বোচ্চ রান। এর আগে ২০০৩ সালে মেলবোর্নে বীরেন্দ্র সেহওয়াগ ও আকাশ চোপড়া জুটি করে ১৪১ রান। সেখানে যশস্বী ও রাহুল এখনও পর্যন্ত করেছে ১৭২ রান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.