উপকরণ
৩০ মিনিট
৩ জন
২ রকম চকলেট কিছুটা র্ডাক চকলেট আর কিছুটা মিল্ক চকলেট।
৩ টে পেপার কাপ
১ টা নারকেল
স্বাদ মতো চিনি
৫ চা চামচ গুঁড়ো দুধ
রান্নার নির্দেশ সমূহ
1
কড়ায়ে জল গরম বসিয়ে তার উপর হিটপ্রুভ বাটিতে চকলেট মেল্ট করে নিয়েছি।
2
এবার তিনটে কেক মাফিন বাটির মধ্যে পেপার কাপ বসিয়ে নিয়ে,মেল্ট চকলেট দিয়ে পেপার কাপে ঘুরিয়ে,ঠান্ডা করে (ফ্রিজে রেখে)চকলেট বাসকেট করেতে হবে,ছবির মতো।
3
১০মিনিট ফ্রিজে রেখে কেক মোল থেকে বার করে, খুব সাবধানে পেপার কাপ খুলে বা ছিরে নিতে হবে ছবির মতো।
4
তৈরি হলো চকলেট বাসকেট।
5
এবার নারকেল কুরিয়ে নিতে হবে।
6
কড়াই গরম বসিয়ে,কোরা নারকেল দিয়ে কিছুখন নেরে চিনি দিয়ে কিছু সময় পাক দিয়ে গুরো দুধ দিয়ে আরো ২,৩ মিনিট পাক দিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে।
7
অল্প করে নারকেলের পাক নিয়ে নারুর মতো গরে নিতে হবে।