খেলা

এবারের বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের সামনে রয়েছে ১০ রেকর্ডের হাতছানি

এবারের বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের সামনে রয়েছে ১০ রেকর্ডের হাতছানি। দেখে নিন একনজরে

 

*৩৫০ – বিরাট কোহলি আর মাত্র ৩৫০ রান করলেই টপকে যাবেন রিকি পন্টিংকে। চলে আসবেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে।

 

*১ – একটা সেঞ্চুরি করলেই বিরাট কোহলি হবেন অস্ট্রেলিয়ার মাঠে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার। বর্তমানে ছয় সেঞ্চুরি করে শচীন তেন্ডুলকরের সঙ্গে আছেন যুগ্মভাবে।

 

*২ – আর ২টি সেঞ্চুরি করলেই বিরাট কোহলি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির মালিক হবেন। শচীনের রয়েছে ৯টি। বর্তমানে বিরাটের রয়েছে ৮টি।

 

*৪৪৪- শচীন তেন্ডুলকরের এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান ১৫৬২। যা ভাঙতে যশস্বী জয়সওয়ালের লাগবে আরও ৪৪৪ রান।

 

*১৫- বাঁ হাতি ব্যাটারদের মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানে পৌঁছতে যশস্বীর লাগবে ১৫ রান। সর্বোচ্চ রেকর্ড আছে গৌতম গম্ভীরের (১১৩৪ রান)।

 

*১- ১ উইকেট নিলেই টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৫৫০ উইকেট হবে রবিচন্দ্রন অশ্বিনের।

 

*১৩- ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারী হতে অশ্বিনের দরকার ১৩ উইকেট। বর্তমানে সবচেয়ে বেশি উইকেট কপিল দেবের (৫১টি)। এরপর কুম্বলের উইকেট সংখ্যা ৪৯টি।

 

*৮ – আর ৮টি উইকেট পেলেই বর্ডার-গাভাসকর ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারী হবেন অশ্বিন। ভাঙবেন লাথান লিওঁর রেকর্ড।

 

*২৭ – আর ২৭টি উইকেট পেলেই ষষ্ঠ ভারতীয় পেসার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছোঁবেন জসপ্রীত বুমরাহ। হতে পারেন দ্রুততম ভারতীয় পেসারও।

 

*২০- আর ২০ উইকেট পেলেই অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন বুমরাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.