- জট কি কেটেছে? এই ধোঁয়াশার মধ্যেই জানা গেল, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চলতি সপ্তাহেই সূচি ঘোষণা করতে চলেছে আইসিসি। ভক্তদের মনে এই টুর্নামেন্ট নিয়ে নানা জল্পনা। তবে এরজন্য আর সময় নষ্ট করতে রাজি নয় আইসিসি। তাই সূচির দিকেই তাকিয়ে এখন সবাই। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তানে গিয়ে তারা খেলবে না। অন্যদিকে নিজের অবস্থানে অনড় পাকিস্তানও। সেদেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না। এমনকি হাইব্রিড মডেলও মানবে না।এখন দেখার, এই জলঘোলার মধ্যেই কীভাবে সূচি করে আইসিসি! কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমো প্রকাশ করে আইসিসি। সেখানে অবশ্য আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকেই দেখানো হয়েছে।
Read Next
November 20, 2024
ভোট দিলেন শচীন তেন্ডুলকর
November 20, 2024
থামল নাদালের পথচলা
November 20, 2024
ঝাড়খন্ড, উত্তরপ্রদেশকে হেলায় হারিয়ে তৃতীয় ম্যাচে ড্র করল বাংলা
November 20, 2024
মহারাষ্ট্রে ভোট দিলেন ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব
November 20, 2024
কিং অফ ক্লে’র ফেয়ারওয়েল
November 20, 2024
রাজগীরে এবার ‘চাক দে ইন্ডিয়া’!