“আমাদের জীবনটা এ বার একটু বদলে যাবে…” স্বামীকে হারিয়ে শোকস্তব্ধ মুনমুন সেন। ভরত দেববর্মার মৃত্যুর শেষ সময়েও পাশে থাকতে পারেননি তিনি। প্রয়াণের খবর পেয়েই তড়িঘড়ি দিল্লি থেকে মেয়ে রাইমা সেনকে নিয়ে চলে আসেন কলকাতায়। সাংবাদিকদের সম্মুখীন হতেই একরাশ বেদনা নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে বললেন, ”
আমাদের জীবনটা যে চালাতো, সে-ই চলে গেল। আমাদের জীবনটা এ বার একটু বদলে যাবে…”