খেলা

বয়স বাড়লে জোশ থাকে ঠিকই কিন্তু জোর কমে, বুঝলেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন

বয়স বাড়লে জোশ থাকে ঠিকই কিন্তু জোর কমে। বুঝলেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। ৫৮ বছর বয়সে বক্সিং লড়তে নেমেছিলেন, তাঁর থেকে ৩১ বছরের ছোট জেক পলের বিরুদ্ধে। না, এরপরও বুড়ো টাইসনকে নকআউট করতে পারেননি শক্তিশালী জেক। টাইসন লড়লেন আট রাউন্ডই। অবশেষে বিচারকদের সম্মতিতে জয় পেলেন পল। জিতলেন ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩৭ কোটি টাকা। ২০০৫ সালের পরে রিংয়ে ফিরেছিলেন কিংবদন্তি। রূপকথার জয়টা আর পাননি। দমের অভাব আগ্রাসন উধাও করে দিয়েছে তাঁর। তবু মন জিতলেন। জেক পল চ্যাম্পিয়নের পুরস্কার নিয়ে বলে গেলেন, ‘মাইকই সর্বকালের সেরা। ওই গ্রেটেস্ট অফ অল টাইম।’ হেরেও টাইসন পুরস্কারমূল্য পেলেন ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৮ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.