খেলা

দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানে হারিয়ে হারিয়ে টি২০ সিরিজ জয় ভারতের

ম্যান্ডেলার দেশে সূর্যোদয়। দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানে হারিয়ে হারিয়ে টি২০ সিরিজ জয় ভারতের। সিরিজের ফল ৩-১। চতুর্থ ম্যাচে জোড়া সেঞ্চুরি সঞ্জু ও তিলকের। প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ২৮৩ তোলে ভারত। পাহাড়প্রমাণ রানের চাপে ঘরের মাঠে ১৮.২ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। তাতে বিশ্বকাপ ফাইনালে হারের শোধ আর নেওয়া হল না দক্ষিণ আফ্রিকার। ভারতের হয়ে শেষ ম্যাচে সঞ্জু ১০৯ (৫৬বল) ও তিলক ১২০ (৪৭ বল) রানে অপরাজিত ইনিংস খেলেন। অভিষেক শর্মা করেন ৩৬। জবাবে প্রোটিয়ারা ব্যাট করতে নামলে অর্শদীপ ৩, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট তুলে নেন। বাকি দুটি উইকেট নেন রমনদীপ ও বিষ্ণোই। স্টাবস ৪৩ ও মিলার ৩৬ করে হারের রানের ব্যবধান কমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.