বিনোদন

প্রাণনাশের ভয়! বদলে গেল বলিউড ভাইজানের জন্মদিন সেলিব্রেশনের পরিকল্পনা

প্রাণনাশের ভয়! বদলে গেল বলিউড ভাইজানের জন্মদিন সেলিব্রেশনের পরিকল্পনা। কখনও ফোনে, কখনও চিঠিতে, কখনও আবার সরাসরি শ্যুটিং ফ্লোরে, একের পর এক প্রাণে মারার হুমকি পেয়েছেন বলিউডের সলমন খান। আপাতত কড়া নিরাপত্তাবেষ্টনীতেই কাটছে তাঁর জীবন। তবু চিন্তিত সলমন খানের পরিবার। বড়দিনের ঠিক পরে আগামী ২৭ ডিসেম্বর ৫৯তম বছরে পা দিচ্ছেন এই বলিউড তারকা। গত বছরও মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ছিল ভক্তদের ভিড়। বাবা সেলিম খানকে নিয়ে বাড়ির বারান্দায় এসেছিলেন ভাইজান। তবে এবার তা হওয়ার সম্ভাবনা প্রায় নেই। মা সালমা খানের জন্মদিনে ছোট ভাই সোহেল খান জানিয়ে দেন, ‘এবার একেবারে ঘরোয়াভাবেই ভাইজানের জন্মদিন সেলিব্রেশন করা হবে। পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, হাতেগোনা কয়েকজন বন্ধুও আসবেন।’ ফলে শাহরুখকে যেমন এবার মন্নতের বাইরে দেখা যায়নি, তেমন সলমলের দেখা পাওয়াও অসম্পূর্ণ থেকে যাবে ভক্তদের

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.