হাওড়ার শালিমারে ধুন্ধুমার কাণ্ড। শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উত্তেজনা ছড়ায়। শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুরু হয় ইটবৃষ্টি। কমপক্ষে ছ’জন আহত হয়েছেন ইটের ঘায়ে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্যপুলিশের পাশাপাশি এলাকার রাস্তায় নামানো হয়েছে র্যাফ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্কিংকে কেন্দ্র করে করে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। এমনকি ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে দোকানে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। জানা গিয়েছে, ঘটনায় জড়িত কয়েক জনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেও এই একই কারণে উত্তপ্ত হয়ে উঠেছিল শালিমার। পার্কিং এবং প্রোমোটিং নিয়ে বিবাদে দুই গোষ্ঠীর সংঘর্ষ চরমে ওঠে। স্থানীয়দের অভিযোগ ছিল, শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং ও প্রোমোটিংয়ে মালপত্র সরবরাহ করবে কারা, তা নিয়েই ঝামেলার সূত্রপাত। অন্য কাউকে কাজ করতে দেন না এলাকার কয়েক জন তৃণমূল কর্মী। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় হাওড়া পুলিশকে।