অফবিট

এ যেন অনেকটা রাম চন্দ্রের পাদুকা নিয়ে ভরতের রাজ্য চালানোর মতো

প্রতাপগড় জেলার নগর পঞ্চায়েতে। ঘটনা হলো পঞ্চায়েতের প্রধান সীমা সিং এবং সদর উন্নয়ন ব্লকের প্রধান শেষা দেবীয়ের রামভক্তি। রমচন্দ্রের প্রতি গভীর বিশ্বাসে তারা নিজেদের চেয়ারে বসিয়েছেন রামচন্দ্রের ছবি। আর পাশে বসে তারা প্রশাসন চালাচ্ছেন। সীমা ও শেষার বক্তব্য মোটামুটি এক। তাঁরা জানিয়েছেন—প্রভু রাম তাঁদের দপ্তরের সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। আর তাঁরা কেবল প্রতিনিধিত্বটুকু করছেন। এমনকী গাদওয়ারা নগর পঞ্চায়েতের প্রধান সীমা দাবি করেছেন, রামের আশীর্বাদেই পঞ্চায়েত ভোট জেতেন, পরবর্তীকালে প্রধানও নির্বাচিত হন। এভাবেই তারা ভগবান রামের প্রতি ভক্তি প্রদর্শন করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সীমার ছেলে শচিন জানান, প্রভু রামের আশীর্বাদ নিয়েই ভোটের ময়দানে নেমেছিলেন মা। প্রতাপগড় জেলার গাদওয়ারা পঞ্চায়েতে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান। বিজয়ী হয়ে প্রধান হন। যার আশীর্বাদে সাফল্য, তাকে উৎসর্গ করা হয়েছে নগর পঞ্চায়েতের প্রধানের চেয়ার। এছাড়াও গাদওয়ারাতে রামের দু’টি মূর্তিও স্থাপন করেছেন সীমা। সব মিলিয়ে একেবারে রাম ভক্তিতে এবং যোগী রাজ্যের ওই দুই প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.