২০০৮ সাল। ক্রিকেটের প্রতি বাঙালির আকর্ষণ যেন একধাক্কায় কমে গিয়েছিল। ২০০৮ সালের ৬ নভেম্বর নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেটাই তাঁর কেরিয়ারের শেষ টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন বাংলার মহারাজ। দেখতে দেখতে ১৬ বছর হয়ে গেল। এখনও এই দিনে নস্ট্যালজিক হয়ে যান সৌরভ। এইদিনের স্মৃতি মনে করিয়ে সমাজমাধ্যমে তিনি লিখলেন, ‘ষোলো বছর আগে এই দিনে, আমি আমার শেষ টেস্ট ম্যাচে ভারতের রঙ নিয়ে ব্যাট করতে নেমেছিলাম। বছরগুলি উড়ে গেছে, তবুও গর্ব, স্মৃতি ও জার্নিটা আমার হৃদয়ে চিরকালের সম্পদ হয়ে রয়ে গেছে।’ উল্লেখ্য, প্রথম ইনিংসে সৌরভ ৮৫ রান করলেও, দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। এতদিন পর ধোনি কয়েকদিন আগেই জানিয়েছিলেন, টেস্ট ম্যাচের শেষ কয়েকটা ওভার সৌরভের হাতে ক্যাপ্টেন্সি তুলে দিয়েছিলেন তিনি।
এই নিয়ে ধোনি বলেন, ‘আমাদের দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে ওঁর জন্য এর থেকে ভাল ফেয়ারওয়েল আর কিছু হতে পারত না।’