আন্তর্জাতিক

ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প

আগে হেরেছেন। তবে এবার আর হারাননি মসনদ। সর্বত্র তাঁর জয়জয়কার। ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। তাতেই খুশি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৬ সালেই যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত হবে পরবর্তী ফুটবল বিশ্বকাপ। তার আগে বসবে ফিফার ক্লাব বিশ্বকাপের আসর। ট্রাম্প আসায় সফল আসরের স্বপ্ন দেখছেন ফিফার এই সর্বোচ্চ কর্তা। ট্রাম্পের প্রথম শাসন কালেই দু’জনের মধ্যে সাক্ষাত্ হয়। সে’সময়ই ফিফার সদর দফতর যুক্তরাষ্ট্রে করার প্রস্তাব দেন ফিফা প্রেসিডেন্ট। ফিফার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘অভিনন্দন মিস্টার প্রেসিডেন্ট। আমরা যুক্তরাষ্ট্রে দারুণ একটা বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। ফুটবল বিশ্বকে একজোট করবে।’ প্রসঙ্গত, ১৩২ বছরের রেকর্ড ভেঙে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। এর আগে ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনিই ছিলেন ক্ষমতায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.