বিনোদন

ভারতীয় ধারাবাহিক থেকে মুখ ফেরাচ্ছে দর্শক!

ভারতীয় ধারাবাহিক থেকে মুখ ফেরাচ্ছে দর্শক! বরং সমানতালে জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশি কিংবা পাকিস্তানি সিনেমা-ধারাবাহিকের। ‘বাংলা ধারাবাহিকে এ কোন বর্বরতার দিক? দর্শক বাধ্য হচ্ছেন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের টিভি সিরিয়াল মুগ্ধ হয়ে দেখতে…’ সমাজমাধ্যমে বিস্ফোরক অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। বিগত কয়েক বছরের টিআরপি তালিকার সঙ্গে বর্তমান সময়ের টিআরপি তালিকার পার্থক্য আকাশছোঁয়া। খুব কম ধারাবাহিক আছে, যেগুলি টিআরপি তালিকায় ১০-এর গণ্ডি পার করতে পেরেছে। দর্শক কেন পছন্দ করছেন না বাংলা ধারাবাহিক? বিগত কয়েক বছরে নেমেছে কি ধারাবাহিকের মান? তফাৎটা আসলে কোথায়? সমাজমাধ্যমে সেটাই যেন আঙুল দিয়ে দেখালেন অভিনেত্রী। প্রসঙ্গত, পাকিস্তানি সিরিয়াল কভি ম্যায়, কভি তুম ধারাবাহিকটির শেষ পর্ব টিভিতে নয়, দর্শকদের দাবিতে বড় পর্দায় মুক্তি পাচ্ছে। এর নেপথ্যে সেই ধারাবাহিকের জনপ্রিয়তা অনুমান করেই সুদীপা লেখেন, ‘’একটি টিভি সিরিয়াল সারা দেশের সিনেমা হলে শেষ মেগা এপিসোড রিলিজ করছে। আজ সারা দেশে হাজার হাজার লোক মিলে সিনেমা হলে এই এপিসোডটা দেখবে, পারলে এই সিরিয়ালটি ইউটিউবে দেখে নেবেন, কভি ম্যায় কভি তুম। এখানে শুধুমাত্র নায়িকাই রান্না করবে, বাসন মাজবে, মন্দিরে প্রদীপ জ্বালাবে….. আবার বরকে বাবু আর আপনি বলে সম্মোধন করবে। এবং এখানেই শেষ নয়- শাশুড়ি মায়ের অত্যাচার মুখ বুজে সইবে। দাঁড়ান! দাঁড়ান! এখানেই শেষ নয়, আরও আছে। বন্দুক হাতে অশুভ শক্তির নিধন করবে। আর মাঝে মাঝে, বরের প্রেমিকা বা বউকে সাহায্য করবে । এটা কোন বর্বরতার দিকে মেয়েদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে? দর্শকরা বাধ্য হচ্ছেন, আমাদের প্রতিবেশী দেশ- পাকিস্তানের সিরিয়াল মুগ্ধ হয়ে দেখতে। কি সুন্দর গল্পের বন্ধন, কি ন্যাচরাল মেকআপ, কি স্বাভাবিক জামা কাপড়, কোনও সেট নয়। সব আসল লোকেশনে শ্যুটিং । বাঘা বাঘা অবিনেতারা তাতে। আমরা কোনওদিনও ভাবতে পারি একটা গল্প মানুষ এত পছন্দ করেছে যে নির্মাতারা বাধ্য হয়ে বড় পর্দায় রিলিজ করছে শেষ এপিসোড? আর কবে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ বুঝবেন, যে দর্শক টিভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? বাধ্য হচ্ছেন- বাংলাদেশি নাটক, পাকিস্তানি সিরিয়াল,আর কোরিয়ান ড্রামা দেখতে। এটা কতদিন অস্বীকার করবেন? সেই এক গল্প, এক পোশাক, এক সেট। এবার জাগুন! আর কতদিন শাঁখাঁ-সিঁদুরের দিব্যি দিয়ে এক গল্প নতুন মোড়কে চালাবেন?’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.