উপকরণ
রান্নার নির্দেশ সমূহ
-
1
১মে পেয়ারাটা ছোটো ছোটো করে কেটে নিবেন।এরপর এর বিচি গুলো ফেলে দিয়ে মিক্সিতে অল্প দুধ দিয়ে পেয়ারাটা পেষ্ট করে নিবেন। তারপর কড়াইয়ে ঘি দিবেন।ঘি গরম হলে ছানাটা দিবেন আর নাড়তে থাকবেন তারপর পেয়ারার পেষ্টটা দিয়ে নাড়তে থাকবেন এরপর চিনি দিবেন তারপর গুড়ো দুধ দিবেন।নাড়তে নাড়তে মিশ্রনটা যখন কড়াইয়ের গা থেকে উঠে আসবে গ্যাস বন্ধ করে দিবেন।
2এরপর মিশ্রনটা২ভাগে ভাগ করবেন ১ভাগ সবুজ ফুড কালার মিশিয়ে নিবেন।আর ১ভাগ লাল ফুড কালার মিশিয়ে নিবেন। এরপর লাল মিশ্রনটা লেচির মতো করে নিবেন।মাঝখানে আমন্ড কুচি দিয়ে লুচিটা চারপাশে মুড়িয়ে নিয়ে ১টি বল বানিয়ে নিবেন। এরপর সবুজ অংশটি লাল বলটিকে পুরো ঢেকে ১টি পেয়ারার মতো বানিয়ে নিবেন।এরপর ফ্রিজে ১০মিনিট রেখে দিবেন।
3১০মিনিট পর বের করে ১টি চাকু দিয়ে দিয়ে ৪পিস করে নিবেন।তৈরি হয়ে গেল পেয়ারার মিষ্টি।