সম্প্রতি কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘একলা চলো রে’ নিয়ে মশকরা করা হয়। অভিনেত্রী কাজল ও কৃতী স্যানন অতিথি হিসেবে উপস্থিত থাকা পর্বে কৌতুকাভিনেতা কৃষ্ণা অভিষেক এই গানটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। এই ঘটনায় কবি শ্রীজাত ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে দীর্ঘ একটি পোস্ট লেখেন। পোস্টে তিনি বলেন, “এই উপস্থাপনা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়েছে।”
শ্রীজাত উল্লেখ করেন, তিনি ইতিমধ্যেই আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছেন এবং কপিল শর্মার শো-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, “এক সপ্তাহ সময় দিচ্ছি, ক্ষমা না চাইলে আইনের সাহায্য নেব।” শ্রীজাত আরও জানান, বাঙালি ভাষা ও সংস্কৃতি নিয়ে বলিউডে প্রায়ই অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়। সাম্প্রতিক কিছু ঘটনাও এই বিষয়ের ওপর আলোকপাত করেছে।
শ্রীজাত আরও বলেন, কৌতুক ও তামাশার মধ্যে একটি সূক্ষ্ম সীমারেখা থাকে, যা অতিক্রম করলে বিপদ দেখা দিতে পারে। তিনি মনে করেন, রবীন্দ্রনাথের মতো একজন বাঙালি মনীষীকে অবমাননা করা ভারতের সমস্ত শিল্পী ও সংস্কৃতি কর্মীদের প্রতি অসম্মান। সপ্তাহখানেক সময়ের মধ্যে কপিল শর্মার শো থেকে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া হলে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শ্রীজাত।