অফবিট

এঁচোড়ের ডালনা

উপকরণ

 ২০-২৫ মিনিট
 ৩-৪ জন
  1. ৭০০ গ্রাম এঁচোর
  2. ২ টি বড় আলু
  3. ৩ টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা
  4. ২ টেবিল চামচ আদা জিরে শুকনো লঙ্কা বাটা
  5. ২ টেবিল চামচ গরম মশলা বাটা
  6. পরিমাণ মত জল
  7. পরিমাণ মত সর্ষের তেল
  8. স্বাদমত নুন
  9. ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  10. ৩ টেবিল চামচ ঘি
  11. ফোঁড়নের জন্য
  12. ২ টি শুকনো লঙ্কা
  13. ১ চা চামচ গোটা জিরে
  14. ২-৩ টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    এঁচোড় কেটে ধুয়ে হালকা জলে ভাপিয়ে নিতে হবে। আলু কেটে ধুয়ে নিতে হবে।

    2

    তারপর কড়াইতে তেল গরম করে এঁচোড় গুলো হালকা করে ভেজে নিতে হবে ও একই সঙ্গে আলু ভেজে নিতে হবে। তারপর কড়াইয়ে ফোঁড়ন দিয়ে পেঁয়াজ রসুন সহ বাটা মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অন্তত ৩/৪ মিনিট । তারপর পরিমাণমতো জল দিতে হবে একটু ফুটে উঠলে এঁচোড় ও আলু দিয়ে ৭/৮ মিনিট ফোটাতে হবে মিডিয়াম হিটে। একটু ফটো উঠলে তার মধ্যে চিনি বা মিছরি দিয়ে দিতে হবে।

    3

    সময়ের শেষে ঘি গরম মসলা দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খুব ভালো লাগবে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.