Uncategorized

সম্মানরক্ষার লড়াইতে জয়ে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া

পিচের জটিল চরিত্র। ব্যাট করাই কঠিন। দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজে ভারত। তবে সামান্য ভুলে তৃতীয় দিন অ্যাডভান্টেজ তুলে নিতে পারে নিউজিল্যান্ডও। কিউয়িরা চায় হোয়াইটওয়াশ। অন্যদিকে সম্মানরক্ষার লড়াইতে জয়ে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। দিনের শেষে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ১৭১ রান। এগিয়ে আছে ১৪৩ রানে। সব ঠিক খাকলে, তৃতীয় টেস্ট তিনদিনেই শেষ হয়ে যাবে ওয়াংখেড়েতে। টেস্টের প্রথম দিন পড়েছিল ১৪ উইকেট। দ্বিতীয় পড়ল ১৫টি উইকেট। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৬৩ রানে। কোনওরকমে ২৮ রানের লিড। রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন। আর প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জাদেজা দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট।অন্যদুটি নেন আকাশদীপ ও ওয়াশিংটন সুন্দর। এর আগে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৯০ রান করে ফিরে য়ান শুভমন গিল। ঋষভ পন্থ করেন ৬০ রান। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ৩৮ রান করে অপরাজিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.