উপকরণ
- ৬টা পমফ্রেট মাছ
- ১টা টমেটো গ্ৰেট করে নেওয়া
- ২টেবলচামচ সাদা সর্ষে বাটা
- ১/২চামচ হলুদ
- ১/২চামচ কাশ্মীরি লঙ্কা গুড়ো
- স্বাদমতো নুন
- ১চামচ লঙ্কা বাটা
- সর্ষের তেল প্রয়োজন মতো
- ১/২চামচ পাঁচ ফোড়ন ও লঙ্কা ফোড়ন
- ১চামচ আটা
রান্নার নির্দেশ সমূহ
-
1
প্রথমে মাছ ধুয়ে নিয়ে নুন,হলুদ ও ১চামচ আটা মাখিয়ে নিয়েছি ।যাতে তেলের মধ্যে আটকে না যায়।
-
2
এবার কড়াইয়ে প্রয়োজন মতো তেল গরম করে মাছ একটা একটা করে ভেজে নিতে হবে, তবে বেশি কটকটে ভাজা হবে না।
-
3
এবার পাঁচ ফোড়ন ও লঙ্কা ফোড়ন দিয়ে অল্প আঁচে টমেটো বাটা দিয়ে কষিয়ে নিতে হবে,হলুদ, লঙ্কা বাটা ও কাশ্মীরি লঙ্কা গুড়ো দিতে হবে।
-
4
এবার সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে প্রয়োজন মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।স্বাদমতো নুন দিতে হবে।
-
5
ঝোল ফুটে ঘন হলে মাছ দিয়ে নাড়াচাড়া করে একবার ফুটে উঠলে ১চামচ সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।
-
6
গরম ভাতের পাতে ভীষন ভালো লাগে।
-