খেলা

কোথায় রোহিত শর্মার ব্যাটে বড় রান? কোথায় বিরাটের দায়িত্বশীল ব্যাটিং?

কোথায় রোহিত শর্মার ব্যাটে বড় রান? কোথায় বিরাটের দায়িত্বশীল ব্যাটিং? জাদেজার ৫ উইকেট, সুন্দরের ৪ উইকেটে মাত্র ২৩৫ রানে নিউজিল্যান্ডকে বেঁধে রাখলেও, নিয়মরক্ষার ম্যাচে প্রথম দিনের শেষে চাপে যেন ভারতই। ভারত ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬। ৭৮ রান থেকে ৮৪, মাত্র ৬ রান তুলতেই তিন উইকেট হারায় টিম ইন্ডিয়া। রোহিত ১৮ রানে ফেরেন। এরপর যশস্বী-শুভমন প্রথম দিনটা শেষ করবেন এমন আশা যখন করছেন সবাই, তখন ১৮তম ওভারে এসে ফিরে যান যশস্বী (৩০)। পরের বলেই নাইটওয়াচম্যানের ভূমিকায় নামা মহম্মদ সিরাজ ফিরে যান। এরপর মাত্র ৪ রান করে রান আউট হয়ে ফিরে যান বিরাট। অথচ, রান না নিলেও বিশাল ক্ষতি হত না ভারতের, যতটা তাঁর উইকেট হারিয়ে হল। মুম্বইতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। বুমরাহ না খেলায় সুযোগ পান আকাশ দীপ। তিনি ১ উইকেট নেন। বাকিটা ছিল জাদেজা-সুন্দরের দাপট। দিনের শেষে শুভমন ৩১ ও পন্থ ১ রানে অপরাজিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.