আন্তর্জাতিক

মহাকাশের স্পেস স্টেশনেই দিন কাটছে সুনীতা উইলিয়ামসের

শহর ছেড়ে বেশিদিন থাকলেই মানুষ হাঁফিয়ে ওঠে। আর তিনি তো পৃথিবী ছাড়িয়ে অনেক দূরে! মহাকাশের স্পেস স্টেশনেই দিন কাটছে সুনীতা উইলিয়ামসের। রয়েছেন সহযাত্রী ব্যারি বুচ উইলমোরও। এখনও ফিরে আসা হয়নি যান্ত্রিক গোলযোগেই। তবু সুনীতা খোঁজ রেখেছেন পৃথিবীতে এই আলোর উৎসবের। মহাকাশ থেকেই পৃথিবীর জন্য পাঠিয়েছেন দীপাবলির শুভেচ্ছাও। স্মৃতিচারণ করেছেন বাবার। সোমবার আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে পালিত হয় দীপাবলি। ভিডিও কলের মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দেন সুনীতা। তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। এ’বছর অভিনব অভিজ্ঞতা হচ্ছে আমার। পৃথিবী থেকে ২৬০ মাইল ওপরে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে দীপাবলি পালন করছি আমি।’ এরপর আরও বলেন, ‘আজকের দিনে বাবার কথা বিশেষভাবে মনে পড়ছে, যিনি ভারত থেকে আমেরিকায় এসেছিলেন। শিকড়ের সঙ্গে নিজের সংযোগ ধরে রেখেছিলেন আমার বাবা। দীপাবলি, ভারতীয় উৎসব সম্পর্কে শিখিয়েছিলেন।’ সব ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে পৃথিবীকে ফিরতে পারেন সুনীতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.