একটা লম্বা বিরতি। তরতাজা হয়েই বুধবার হায়দরাবাদ এফসি-র ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। শেষ দুই ম্যাচই ছিল ডার্বি, যাতে একটিও গোল না খেয়ে পাঁচ-পাঁচটি গোল করেছে মোহনবাগান। দিন দশেকের টানা বিরতির পর আগের ফর্মই ধরে রাখতে চাইছেন কোচ হোসে মোলিনা।হায়দরাবাদও শেষ ম্যাচে মহমেডানের বিরুদ্ধে বড় জয় পেয়েছে। কাজেই কাজ যে সহজ হবে না তা জানেন বাগান কোচ। তিনি বলেন, ‘প্রায় দশ দিনের অবকাশে দলের অনুশীলন খুব ভাল হয়েছে। আগেও বলেছি আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়। হায়দরাবাদ ম্যাচও কঠিন হতে চলেছে। তবে আমরা ৯০ মিনিট লড়াই করে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি। এই ম্যাচে আমরা জিততেই নামব।’ হায়দরাবাদকে হারাতে পারলে অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় পাবে মোহনবাগান। বাগানে মোটামুটি সবাই সুস্থ। প্রথম একাদশে সুযোগ পাওয়া ও নিজেকে প্রমাণ করার তাগিদ রয়েছে সবায়েরই। এই নিয়ে দীপক টাঙরি বলেন, ‘প্রথম এগারোয় জায়গা পাওয়ার জন্য আমাদের দলের খেলোয়াড়রা সবাই একশো শতাংশ দিচ্ছে। তবে প্রথম এগারো কোচই বাছেন, উনিই সিদ্ধান্ত নেন
Read Next
খেলা
January 24, 2025
মহাতারকারা যখন ব্যর্থ, তখন আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকালেন
খেলা
January 24, 2025
জাড্ডুর জাদু! তাতেই দু’দিনে খেলখতম পন্থের দিল্লির
January 25, 2025
আর কবে, আর কবে আর কবে? এ’প্রশ্ন তুলতেই পারেন বাংলার ক্রিকেটপ্রেমীরা
January 25, 2025
রঞ্জিতে যখন একের পর এক জাতীয় দলের তারকারা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন, তখনও পর্যন্ত অজ্ঞাতবাসই করছিলেন বিরাট কোহলি
January 24, 2025
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারলেও, আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ভারতীয়দের দাপট অব্যাহত
January 24, 2025
টি২০ ক্রিকেটের দাপটে ওয়ান ডে আইসিসি বর্ষসেরা একাদশে কেউই সুযোগ পেলেন না ভারতীয় দলের
January 24, 2025
মহাতারকারা যখন ব্যর্থ, তখন আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকালেন
January 24, 2025
জাড্ডুর জাদু! তাতেই দু’দিনে খেলখতম পন্থের দিল্লির
Related Articles
Check Also
Close
-
রোহিত শর্মাই প্রথম অধিনায়ক হিসেবে সেই লজ্জার নজির গড়লেনNovember 4, 2024