অফবিট

আমুদি মাছের রেসিপি

উপকরণ

  1. আমুদি মাছের তেলঝাল রেসিপি উপকরণ ১।আমুদি মাছ ২।পিঁয়াজ কুচি – কাপ ৩।টমেটো কুচি – কাপ ৪। লঙ্কা গুঁড়ো- ১ চামচ ৫। হলুদ গুঁড়ো – ১ চামচ ৬।জিরে গুড়ো – ১ চামচ
  2. ৭। ধনে গুড়ো – ১ চামচ ৮। সর্ষে – ১ চামচ ৯৷ পোস্ত – ১ চামচ ১০। স্বাদ মতো লবণ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রণালী

    প্রথমে মাছ গুলো ভালো করে বেছে ধুয়ে নিন। এই মাছ বাছতে খুব একটা ঝামেলা হয়না। এই মাছে আঁশ নেই বললেই চলে।

    1. 2

      মাছ ধুয়ে নিয়ে তাতে শুধু নুন হলুদ মাখিয়ে তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে রাখুন।

    2. 3

      একটা ছোট বাটিতে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুড়ো, সর্ষে, পোস্ত, বাটা। তারপর কড়াইতে মাছ ভেজে নেওয়ার পর তাতে পিঁয়াজ কুচি দিয়ে দিন।

    3. 4

      পিঁয়াজ কিছুটা লাল করে ভেজে নিয়ে দিন। টমেটো কুচিটা দিন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলা গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন।

      1. 5

        তারপর মশলা কষা হয়ে গেলে ভেজে রাখা মাছগুলোর সাথে মশলাটা আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প পরিমানে জল দিয়ে দিন।

      2. 6

        আর এবার সামান্য পরিমানে প্রয়োজন মত নুন দিয়ে দিন। আর কিছুক্ষন কম আঁচে ফুটতে দিন।
        হয়ে গেলে নামিয়ে নিন আর গরম গরম পরিবেশন করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.