উপকরণ
- 1 টুকরো আদা
- 1 টি কাঁচা লঙ্কা
- 1/4 চা চামচ হলুদ গুঁড়ো
- 6 পিস রুই মাছের পেটি
- স্বাদ অনুযায়ী নুন
- মাছ ভাজার জন্য তেল
- 4 পিস বাঁধাকপির পাতা
- 1/2 কাপ চালের গুঁড়ো
- 2 টেবিল চামচ ছাতু
- 1 টি আলু
- 2 টি গাজর
- 1/2 কাপ মটরশুঁটি
- 1 চা চামচ চাট মশলা
- 1/3 চা চামচ আমচুর পাউডার
- 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো
রান্নার নির্দেশ সমূহ
-
1
আলু, টমেটো ও মটরশুঁটি সেদ্ধ করে মেখে নিতে হবে। মাছ ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। মাছ খুব লাল করে ভাজার প্রয়োজন নেই কারণ এতে মাছ শক্ত হয়ে যেতে পারে।
-
2
ছাতু শুকনো খোলায় ভেজে রাখতে হবে। মাছ কাটা ছাড়িয়ে মেখে নিতে হবে।
-
3
পিয়াজ, আদা ও লঙ্কা কুচি করে নিতে হবে। দু টেবিল চামচ তেল গরম করে তাতে পিয়াজ, আদা ও লঙ্কা কুচি দিয়ে ভাজতে হবে। এরপর সেদ্ধ করে মেখে রাখা সবজি ও মাছ দিয়ে পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো, চাট মসলা, ছাতু, আমচুর পাউডার ও নুন দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে
-
4
চালের গুড়ো নুন দিয়ে গুলে একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে।
বাঁধাকপির পাতার শির কেটে ফেলে দিয়ে তার মধ্যে মাছের পুর ভরে নিতে হবে। -
5
বাঁধাকপির পাতাটি মুড়ে চালের গুঁড়োর ব্যাটার পাতার চারপাশে লাগিয়ে দিতে হবে যাতে ভাজতে গেলে পুর বেরিয়ে না আসে।
-
6
তেল গরম করে দু পিঠ মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে
-