ভারতীয় রেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর মাধ্যমে RPF-তে 4,208 টি কনস্টেবল (এক্সিকিউটিভ) পদে নিয়োগ করছে। 14 মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 15 থেকে 24 মে পর্যন্ত খোলা থাকবে কারেকশান উইন্ডো।
যোগ্যতা:
ন্যূনতম বয়স: 18 বছর (SC/ST ও EWS প্রার্থীদের জন্য 17 বছর)
সর্বোচ্চ বয়স: 28 বছর (SC/ST ও EWS প্রার্থীদের জন্য 30 বছর)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (10th) পাশ
বেতন:
লেভেল থ্রি অনুযায়ী বেতন
বেসিক পে: ₹21,700
অন্যান্য ভাতা: DA, ইত্যাদি
নির্বাচন প্রক্রিয়া:
কম্পিউটার বেসড টেস্ট (CBT): MCQ ধর্মী প্রশ্ন
শারীরিক পরীক্ষা: দৌড়, লম্বা লাফ, উচ্চ লাফ, পুশ-আপ, সিট-আপ ইত্যাদি
ডকুমেন্ট ভেরিফিকেশন: নথি যাচাই
কিভাবে আবেদন করবেন:
RRB-র অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন।
আবেদনের লিঙ্কে ক্লিক করে ফর্ম পূরণ করুন।
নির্ধারিত নথির স্ক্যান কপি আপলোড করুন।
আবেদনের ফি জমা করুন।
সাবমিট করুন।
আবেদনের ফি:
অসংরক্ষিত: ₹500
SC/ST/EWS/মহিলা: ₹250।