বিটকয়েন প্রতারণা মামলায় আবারো বিপাকে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা দম্পতি। এবার প্রায় ১০০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডি সূত্রে জানা গেছে, রাজ কুন্দ্রার পুণের বাংলো ও শিল্পা শেট্টির জুহুর ফ্ল্যাট সহ বেশ কিছু সম্পত্তি এই আইনের আওতায় এসেছে। এছাড়াও, রাজ কুন্দ্রার নামে থাকা বিভিন্ন কোম্পানির শেয়ারও বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযোগ হল, বিটকয়েনে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা আদায় করেছিলেন রাজ কুন্দ্রা। বিনিয়োগকারীদের প্রতি মাসে ১০% করে লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষাধিক টাকা আদায় করে কোম্পানি চম্পট হয়ে যায়।
এই মামলায় রাজ কুন্দ্রা আগেই গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে জামিনে মুক্ত আছেন তিনি।
ইডি আইনজীবী অনিরুদ্ধ ত্রিবেদী জানিয়েছেন, “আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। তদন্ত এখনও চলছে।”